ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-১০

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-১০
বুধবার ● ১ ডিসেম্বর ২০২১


ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-১০

ছাতক (সিলেট) সাগরকন্যা প্রতিনিধি॥

সুনামগঞ্জের ছাতকে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারী সহ আহত প্রায় ১০জন।৩০ নভেম্বর সকালে পৌর শহরের চরেরবন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে চরেরবন্দ গ্রামের মৃত ইরফান আলীর পুত্র রিকশা চালক গোলাম আলী ও  একই গ্রামের মৃত আলমাছ আলীর পুত্র বুরহান উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে মনমালিন্যতা চলছে। এ মনমালিন্য থেকে মঙ্গলবার  পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সকালে গোলাম আলীর সাথে বুরহান উদ্দিনের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে উভয় পক্ষের লোকজন লাঠি-সোটা নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘন্টা ব্যাপী সংঘর্ষে নারী সহ অন্তত ১০ ব্যক্তি আহত হয় বলে জানা যায়।

আহত আক্তার হোসেন (৫৫), গোলাম আলী (৫২), আনোয়ারা বেগম (৪২), তানভীর হোসেন (২১)সহ অন্যান্যদের ছাতক হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ছাতক থানার ওসি (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান জানান, এঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ০:১৫:৩৪ ● ৩০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ