ফুলবাড়ীতে ভোট পুনঃগণনার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ফুলবাড়ীতে ভোট পুনঃগণনার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
মঙ্গলবার ● ৩০ নভেম্বর ২০২১


ফুলবাড়ীতে ভোট পুনঃগণনার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুরের ফুলবাড়ীতে ২৮ নভেম্বর হয়ে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট পুনরায় গণনার দাবিতে জাকারিয়া সরকার জাকির নামে এক মেম্বার প্রার্থী জেলা প্রশাসক বরারবর আবেদন ও তার সমর্থনকারীদের সাথে নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন।

উপজেলা ২নং আলাদিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী সাবেক মেম্বার জাকারিয়া সরকার জাকির গত ২৯ নভেম্বর দিনাজপুর জেলা প্রশাসক বরারব আবেদন ও গতকাল সকাল ১০টায় রাঙ্গামাটি বাজারে তার সমর্থনকারী ও এলাকাসীকে সাথে নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।

মানববন্ধনে জাকারিয়া সরকার জাকির তার বক্তব্যে বলেন, ভোটের রেজাল্ট দেওয়া পূর্বে আমার এজেন্ট এর কাছে থেকে প্রিজাইডিং অফিসার রেজাল্ট সিটে স্বাক্ষর করিয়ে নেন এবং ভোট গণনা ভালো ভাবে দেখতে দেন নাই। আমি আমার ভোটের পুনঃ গননা না পওয়া পর্যন্ত গেজেট স্থগিতের দাবি করছি।

এএইচসি/এমআর

 

বাংলাদেশ সময়: ২২:০৭:৪৮ ● ২৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ