কাউখালীতে দুই ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর জয়লাভ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে দুই ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর জয়লাভ
রবিবার ● ২৮ নভেম্বর ২০২১


কাউখালীতে দুই ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর জয়লাভ

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী উপজেলার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রায় প্রতিটি কেন্দ্রে সকাল থেকে ভোটারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন। তবে ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দু’জনেই  স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

রবিবার রাতে কাউখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান বেসরকারি ভাবে এ ঘোষণা দেন।

নির্বাচিতরা হলেন সয়না রঘুনাথপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ (চশমা) ও চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী লাইকুজ্জামান তালুকদার মিন্টু (চশমা) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।


আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২৩:১৩:১৬ ● ২৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ