অপর্ণার ছয়

প্রথম পাতা » বিনোদন » অপর্ণার ছয়
শনিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৯


---

সাগরকন্যা বিনোদন ডেস্ক॥
টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। এই সময়ে খণ্ড নাটক ও ধারাবাহিক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ২০শে ফেব্রুয়ারি এই অভিনেত্রী নেপাল থেকে দেশে ফিরেছেন ছয়টি খণ্ড নাটকের শুটিং শেষ করে। নাটকগুলো নির্মাণ করেছেন সরদার রোকন। নাটকগুলো হলো মাসুম শাহরিয়ারের রচনায় ‘হারিয়ে যাওয়া বর্ণমালা’, দয়াল সাহার রচনায় ‘বিকেল কিনে রাখি’,  আহসান আলমগীরের ‘বিপন্ন বালিকা’ মেহরাব জাহিদের  ‘পৃথিবী পায় তারে’ এবং আসাদুজ্জামান সোহাগের রচনায় ‘ইচ্ছে ঘুড়ির নাটাই’ ও ‘রহস্যজনক’।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:১৬ ● ৫৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ