কুয়াকাটায় ভূ‌মি ও জলবায়ু প‌রিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় ভূ‌মি ও জলবায়ু প‌রিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বুধবার ● ২৪ নভেম্বর ২০২১


 

উদ্বোধনী বক্তব্য দিচ্ছেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব।

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

 

কুয়াকাটায় ভূ‌মি ও জলবায়ু প‌রিবর্তন বিষয়ক যুবক‌দের ধারনায়ন শীর্ষক এক দি‌নের একটি কর্মশালা সম্পন্ন হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আরবান এবং এএলআরডি এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কুয়াকাটার একটি আবাসিক হোটেলের অডিটোরিয়ামে বুধবার সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন করেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব।

পটুয়াখালী ও বরগুনা জেলার বেসরকারি সংস্থা, শিক্ষা প্র‌তিষ্ঠা‌ন ও একাধিক সামা‌জিক সংগঠ‌নের ৩০ জন যুবক প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসোসিয়েশন ফর রিয়েলাইজেশন অব বেসিক নিড্স (আরবান) এর প্রশাসনিক সমন্বয়কারী মোঃ নাজিম উদ্দিন খান, নেস কর্মসূ‌চির ফে‌সি‌লিটেটর অপূর্ব দাস, এ‌সোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভলপমেন্ট  (এএলআরডি) এর প্রশিক্ষণ কর্মকর্তা মির্জা মোঃ আজিম হায়দার, আরবানের অডিট অফিসার মাহাফুজুর রহমান প্রমুখ। বক্তারা ভূ‌মির  ব্যবহার ও জলবায়ু পরিবর্তন বিষয়ে নানা দিক তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৯:৩২ ● ৩৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ