চরফ্যাশনে দু’ইউপি চেয়ারম্যানকে সতর্কীকরণ!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে দু’ইউপি চেয়ারম্যানকে সতর্কীকরণ!
মঙ্গলবার ● ২৩ নভেম্বর ২০২১


---

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ২ইউপির চেয়ারম্যান আসন্ন ২৮নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন প্রভাবিত করার অভিযোগে রিটানিং অফিসার তাদেরকে সকর্তীকরণ করেছেন। মঙ্গলবার (২৩ নভেম্বর) রিটানিং অফিসার মারুফ হোসেন মিনার ও রফিকুল ইসলাম এই সতর্কীকরণ করেন। তারা হলেন, চরমানিকা ইউপির বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত চেয়ারম্যান শফিউল্যাহ হাওলাদার ও আবদুল্লাপুর ইউপির চেয়ারম্যান আল এমরান।
জানা যায়, রিটানিং অফিসার রফিকুল ইসলাম ৩৯১স্মারকে নির্বাচনের আচারণ বিধি লঙ্গনের দায়ে কারণ দর্শানোর পত্রে উল্লেখ করেন, ২৩ তারিখে চরমানিকা ৬নং ওয়ার্ডে প্রতিদ্বন্দি ইউপির সদস্য প্রার্থীদের সাথে মারামারি ঘটনায় চেয়ারম্যান শফিউল্যাহ হাওলাদারের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ রয়েছে। পত্র প্রান্তির সাথে সাথে জবাব দাখিলের জন্যে বলা হয়েছে।
এদিকে আবদুল্লাহপুর ইউপির নির্বাচনে চেয়ারম্যান আল এমরান ইউপির সদস্যদের নির্বাচনে প্রভাবিত করা অভিযোগে রিটানিং অফিসার ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার সতর্ক করণ করেছেন বলে জানিয়েছেন।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৪:৪৫ ● ৪৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ