কাউখালীতে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
মঙ্গলবার ● ২৩ নভেম্বর ২০২১


কাউখালীতে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী উপজেলায় ৪ হাজার ৩৭০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজন্ েসোমবার দুপুরে উপজেলা পরিষ চত্বরে রবি ২০২১-২২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় গম, ভুট্টা, সরিষা, সুর্যমূখি, চিনাবাদাম, মুগ ও খেসারীর জন্য ১হাজার ৫১০জন এবং ধানের জন্য ২ হাজার ৮৬০ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এসব ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকরা এসব প্রণোদনা পাচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান  মৃদুল আহম্মেদ সুমন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র প্রমূখ।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৯:৩৪ ● ৩৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ