মহিপুরে যাত্রীবাহি বাসে জাটকা ইলিশ জব্দ

প্রথম পাতা » কুয়াকাটা » মহিপুরে যাত্রীবাহি বাসে জাটকা ইলিশ জব্দ
বুধবার ● ১৭ নভেম্বর ২০২১


মহিপুরে যাত্রীবাহি বাসে জাটকা ইলিশ জব্দ

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর মহিপুরে ২শ’৪০কেজি জাটকা ইলিশ জব্দ করেছে নিজামপুর কোষ্টগার্ড। শেখ জামাল সেতুর টোল পয়েন্টে অভিযান চালিয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাস থেকে এসব জাটকা জব্দ করা হয়। এসময় জাটকা পরিবহনকারী কাউকে গ্রেপ্তার করতে পারেনি কোষ্টগার্ড। পরে উপজেলা মৎস্য বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে  জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্র ও দু:স্থদের মাঝে বিতরণ করা হয়।

এর আগেও কোষ্টগার্ড শেখ জামাল সেতুতে ঢাকাগামী পরিবহনের গাড়ীতে অভিযান চালিয়ে ৭০ মন জাটকা জব্দ করে। নিজামপুর কোষ্টগার্ড স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম জাকির হোসেন বলেন, কোষ্টগার্ডের জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এছাড়া অসাধু জাটকা ব্যবসায়ী এবং জাটকা শিকারী জেলেদের শনাক্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

মৎস্য বিভাগ জানায়, ইলিশের উৎপাদন বাড়াতে ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। এসময় ঝাটকা আহরন, মজুদ, বিক্রি ও পরিবহন করলে সর্বোচ্চ দুই বছরের স্বশ্রম কারাদন্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:১০:৫৫ ● ৩৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ