মঠবাড়িয়ায় এসিল্যান্ডকে ঘুষ দেয়ার অপরাধে ব্যবসায়ি আটক

প্রথম পাতা » পিরোজপুর » মঠবাড়িয়ায় এসিল্যান্ডকে ঘুষ দেয়ার অপরাধে ব্যবসায়ি আটক
বুধবার ● ১৭ নভেম্বর ২০২১


মঠবাড়িয়ায় এসিল্যান্ডকে ঘুষ দেয়ার অপরাধে ব্যবসায়ি আটক

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সহকারী কমিশনারকে(ভূমি) ঘুষ দেয়ার অভিযোগে উপজেলার শাফা ইউনিয়নের ধানীশাফা গ্রামের মো. আতিকুর  রহমান (৩৫) নামের এক ব্যবসায়ী আটক করা হয়েছে।  এ ঘটনায় মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে এসিল্যান্ড বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

দায়ের হওয়া মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত ওই ব্যবসায়ী উপজেলার ধানীশাফা বাজারে ঔষধের ব্যবসা করেন। ওই বাজারের সরকারী খাস জমিতে  তার একটি দোকান ঘরের জন্য ভিটি রয়েছে। সম্প্রতি ওই ভিটিটি বন্দোবস্ত নেয়ার জন্য  তিনি ভূমি অফিসের দ্বারস্ত হন। এ বিষয়ে তিনি বিভিন্ন মাধ্যমে তদবিরও করান। তিনি ওই ভিটির বন্দোবস্ত পেতে মঙ্গলবার  রাত ৮টার দিকে উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত জামিল সৈকতকে  ৫০হাজার টাকা ঘুষ দিতে তার অফিসে নিয়ে যান। এ সময় সহকারী কমিশনার ওই টাকা নেওয়ার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলে তিনি আবারও টাকা নিয়ে কাজটি করে দিতে অনুরোধ করেন। এক পর্যায়ে এসিল্যান্ড  তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ মো. নুরুল ইসলাম বাদল ঘুষ দেয়ার অভিযোগে ওই ব্যবসায়ীকে আটকের তথ্য নিশ্চিত করে জানান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. শাখাওয়াত জামিল সৈকত বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

আরএইচএম/এমআর

 

বাংলাদেশ সময়: ১৯:৩০:০১ ● ৪৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ