গলাািচপায় ইভিএম মেশিন ছিনতাইয়ে জড়িত ৩জন গ্রেফতার

প্রথম পাতা » পটুয়াখালী » গলাািচপায় ইভিএম মেশিন ছিনতাইয়ে জড়িত ৩জন গ্রেফতার
মঙ্গলবার ● ১৬ নভেম্বর ২০২১


গলাািচপায় ইভিএম মেশিন ছিনতাইয়ে জড়িত ৩জন গ্রেফতার

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যবহৃত ইভিএম মেশিন ছিনতাইয়ে জড়িত ৩জনকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল একই ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের গ্রামর্দন গ্রামের আমির হাওলাদারের ছেলে জামাল (৪০), মৃত ফজলুল করিমের ছেলে জাকির (৩৮) ও হানিফ হাওলাদারের ছেলে জীবন (৩৭)। সোমবার রাত দেড়টায় রতনদী-তালতলী থেকে এজাহারভূক্ত পলাতক এই তিন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বেলা এগারটায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমআর শওকত আনোয়ার।

মামলা সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহনের দিন বৃহস্পতিবার (১১নভেম্বর) ৫ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে হামলা ও তান্ডব চালিয়ে ৮টি ইভিএম মেশিন ছিনতাই করে নিয়ে যায় হামলাকারীরা। এ দিন সন্ধ্যার পরে একই ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী হারুন, নুরুল ইসলাম, দুধা মেম্বারের নেতৃত্বে ৮ থেকে ৯শ’ লোক এ হামলা চালানো হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনতে পুলিশ ২৭ রাউন্ড শটগানের গুলি বর্ষন করে । এমসয় কাউকে আটক করতে না পারলেও ছিনতাইয়ের ৬ ঘন্টা পর ৮টি ইভিএম মেশিনই উদ্বার করে পুলিশ। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৭ জনের নাম উল্লেখসহ ৭০০ অজ্ঞাতের মামলা করে কেন্দ্রের দ্বায়িত্বপালন (ইনচার্জ) পুলিশ কর্মকর্ত।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমআর শওকত আনোয়ার জানান, ইভিএম মেশিন ছিনতাইয়ে জড়িত সকলকে গ্রেপ্তারের জোড় প্রচেস্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩১:৩১ ● ২৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ