চরফ্যাশনে সংখ্যালঘুর জমি দখলচেষ্টার অভিযোগ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে সংখ্যালঘুর জমি দখলচেষ্টার অভিযোগ
মঙ্গলবার ● ১৬ নভেম্বর ২০২১


চরফ্যাশনে সংখ্যালঘুর জমি দখলচেষ্টার অভিযোগ

চরফ্যাশন(ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

হিন্দু পরিবারের জমি দখলের পায়তারা করছে বলে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সূত্রে জানাযায়, চরফ্যাশন পৌরসভা ৬নং ওয়ার্ডের বাসিন্দা চিন্তাহরণের ছেলে ভূক্তভোগী রতিস সরকার অভিযোগ করে বলেন, জিন্নাগড় মৌজায় আমার ১০শতাংশ জমি রয়েছে। যা আমি ও আমার পরিবার দীর্ঘ বছর ধরে ভোগ দখলে থাকলেও প্রতিপক্ষ প্রতিবেশি সালাউদ্দিন মাস্টার আমাকে বেদখলের পায়তারা করছে। তিনি আরও বলেন, জমিদাতা গোপাল চন্দ্র শীল ৯২ সালে নগদ অর্থের বিনিময়ে ১০শতাংশ জমি বিক্রয় করে দখল দেয়। জমি দাতা ২০১২সালে আমাকে ২২৫৩ নং সাব-কবলা দলিল দেন। একই দাতার কাছ থেকে সালাউদ্দিন মাস্টারের পিতা সোলাইমান পন্ডিত ৯২/৯৩ সালে দিয়ারা ১৫২০ নং খতিয়ানের ৬টি দাগে এক একর ৬৫শতাংশ জমি ক্রয় করে। তবে আমার এসএ ২২৮নং খতিয়ানের ৩৮৩১নং দাগের দিয়ারা ১৭৬৪খতিয়ানের ৬৬১১নং দাগের ১০শতাংশ জমি সালাউদ্দিনগং অবৈধ ভাবে রেকর্ড করিয়ে নেয়। পরবর্তীতে বিষয়টি আমি জানতে পারলে গত ১৮ সালে বিজ্ঞ আদালতে একটি বন্টন মামলা দায়ের করলে আদালত ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করেন। সম্প্রতি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সালাউদ্দিন মাস্টার, শামসউদ্দিন, নুরউদ্দিন, জান্নাতুল ফেরদাউস ও বিলকিসসহ অন্তত ১০/১২জন একত্রিত হয়ে আমার বাড়ি ঘরে দা’ চেনি লাঠিঁসোটা নিয়ে হামলা করে ওই জমিতে থাকা আমার টিন শেডের ঘরটি কুপিয়ে ও আমাকে বাড়ি ছাড়া করার হুমকি-ধামকি দিয়ে যায়। হামলার বিষয়ে জানতে ঘটনাস্থলে গেলে স্থানীয় একাধীক ব্যক্তি বলেন, সালাউদ্দিনগং এর নির্দেশে তাদের স্ত্রী ও বোনসহ একাধীক নারী একত্রিত হয়ে দা’চেনি ও লাঠিঁসোটা নিয়ে ত্রাস সৃষ্টি করে সরকারের বড়িতে হামলা চালায়। হামলার কথা অস্বীকার করে সালাউদ্দিন মাস্টার বলেন, আমি একই খতিয়ানে গোপাল শীলের কাছ থেকে এক একর ৬৫শতাংশ ও স্থানীয় কুদ্দুস ডাক্তারের থেকে ৮০শতাংশ জমি ক্রয় করেছি। কাগজপত্র অনুযায়ী আদালতের সিদ্ধান্তই আমি মেনে নিব।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৪:৩৪ ● ৩০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ