পটুয়াখালীতে ছাত্রাবাসের মেঝেতে ধস, আহত-১৫

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে ছাত্রাবাসের মেঝেতে ধস, আহত-১৫
মঙ্গলবার ● ১৬ নভেম্বর ২০২১


পটুয়াখালীতে ছাত্রাবাসের মেঝেতে ধস, আহত-১৫

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালী সরকারী কলেজের ছাত্রাবাসের মেঝে ধসে প্রায় ১৫শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার রাত সাড়ে এগারোটায় তিনতলা ওই ভবনের নিচতলায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে ছাত্রাবাস ভবনটির নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছে আবাসিক ছাত্ররা। তিনতলা ওই ছাত্রাবাস ভবনটি ২০০৮ সালে নির্মাণ করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, সোমবার রাত এগারোটার দিকে ওই ভবনের নীচ তলার ১০৮ নম্বর কক্ষে ছাত্রাবাসের আসন বন্টন নিয়ে বৈঠক হয়। পরে বৈঠক শেষে ৩০ থেকে ৩৫ জন ছাত্র বারান্দায় বের হয়। এসময় হঠাৎ পাকা মেঝ দেবে নিচে ধসে পড়ে মুহুর্তেই প্রায় ৫ ফুট গভীরতা সৃষ্টি হয়। এসময় অধিকাংশ শিক্ষার্থী সৃষ্ট খাদায পড়ে যায়। তাদের ডাকচিৎকারে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

কলেজ হোস্টেলের সহকারী হল সুপার মো. সামিম আহম্মেদ  বলেন, সাম্প্রতিক ড্রেজার মেশিন দিয়ে কলেজ মাঠে বালি ভরাট করা হয়েছে। ধারণা করা হচ্ছে বালির সাথে থাকা পানি বের হয়ে যাওয়ায় সময় হোস্টেলের ওই অংশটি থেকে মাটি সরে যায়। এতে করেই এমন ঘটনা ঘটেছে। প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজন হোস্টেলে ফিরেছেন। বাকী তিন চার জন এখনও হাসপাতালে রয়েছেন।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০৮:৫৩ ● ২৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ