গলাচিপায় নির্বাচনোত্তর সহিংসতায় নিহত-১, গ্রেফতার-৩

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় নির্বাচনোত্তর সহিংসতায় নিহত-১, গ্রেফতার-৩
সোমবার ● ১৫ নভেম্বর ২০২১


গলাচিপায় নির্বাচনোত্তর সহিংসতায় নিহত-১, গ্রেফতার-৩

গলাচিপা (পটুয়াখালী)  সাগরকন্যা প্রতিনিধি॥

 

দ্বিতীয় ধাপের নির্বাচনে গলাচিপায় ইউপি নির্বাচনোত্তর সহিংসতায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ৩নং গলাচিপা সদর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের হামিদ পল্লানের ছেলে দুদা পল্লান। এ সময়ে সন্ত্রাসীদের হামলায় আরও আহত হয়েছেন কয়েকজন। দুদা পল্লান পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন। পরিবারটি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন অসহায় হয়ে পড়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) গলাচিপা সদর ইউপির ৭ নং ওয়ার্ডে নির্বাচন শেষে মেম্বার হিসাবে বিজয়ী হন নাজিউর রহমান মঞ্জু।সদ্য নির্বাচিত মঞ্জুর পক্ষ না করায় ওই দিন রাত সাড়ে ১১ টায় মেম্বার মঞ্জু ও তার আপন বড় ভাই মো. নেছারের নেতৃত্বে একদল সমর্থক মো. দুদা পল্লানকে খুঁজে বের করে এক পর্যায় হামলা করা হয় দুদার ওপর। দেশীয় অস্ত্র, ধারালো দা ও লাঠি দিয়ে বেধড়ক পেটানো ও কুপিয়ে আহত করা হয় দুদাকে। এ সময়ে ধারালো দায়ের কোপে মাথার বাম পাশে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এতে দুদার নাক মুখ দিয়ে রক্ত ক্ষরণ হতে থাকে। হামলাকারীরা চলে গেলে স্থানীয়রা গুরুতর আহত দুদাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক দ্রুত আহত দুদাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আঘাতের অবস্থা গুরম্নতর হওয়ায় বরিশাল থেকে ঢাকায় নিতে যেতে বলেন। ঢাকার একটি হাসপাতালে শনিবার বিকালে দুদা পল্লান চিকিৎসারত অবস্থায় মারা যান। এর আগে নিহতের স্ত্রী রেহানা বেগম তার স্বামীর ওপর সন্ত্রাসী হামলায় গলাচিপা থানায় বিজয়ী মেম্বার মঞ্জু ও নেছারসহ ২৩ জনকে আসামি করে একটি মামলা করেন। এ ব্যাপারে গলাচিপা থানা অফিসার ইনচার্জ  (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, এর বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা হয়েছে ১ ও ২ নম্বর আসামীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।অন্যদের গ্রেফতারের অভিযান


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:১১:৩৩ ● ২৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ