দুমকিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মীভূত

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মীভূত
রবিবার ● ১৪ নভেম্বর ২০২১


দুমকিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মীভূত

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৭টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মীভূত হয়ে অন্তত: ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার বোর্ড অফিস ব্রিজ সংলগ্ন এলাকায় আকস্মিক অগ্নিকান্ডের ঘটনায় মুদী-মনোহরিসহ অন্তত: ৭টি দোকান ভষ্মীভূত হয়েছে। অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও ওই বাজারের ব্যবসায়ীদের দাবি, রাত সাড়ে ১২টার দিকে সবাই দোকান-পাট বন্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যায়। পাহাড়াদার ছত্তার হাওলাদার জানান, রাত ১২টার দিকে ব্রিজ সংলগ্ন শহিদুল ইসলামের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে সহিদুল, জলিল, বাবুল মেম্বর, অমল দাস, নুরুল ইসলাম চাকলাদার, নাঈম গাজী, আলতাফ ও নাসিমার দোকান পুরে অন্তত: ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। আগুনের খবর পেয়ে বাকেরগঞ্জ ও পটুয়াখালী থেকে ২টি দমকল টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক এড. আফজাল হোসেন, জেলা আ’লীগের সহসভাপতি কাজী রুহুল আমীন, দুমকি উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদ হাওলাদার, ইউএনও মো: শাহদাৎ হোসেন মাসুদ, মুরাদিয়ার ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালামসহ উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্র্শণ করেছেন।

এমআর

বাংলাদেশ সময়: ১৮:১৮:৫৩ ● ৬৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ