গলাচিপায় ছিনতাইকৃত ৮ইভিএম মেশিন উদ্ধার

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় ছিনতাইকৃত ৮ইভিএম মেশিন উদ্ধার
শনিবার ● ১৩ নভেম্বর ২০২১


গলাচিপায় ছিনতাইকৃত ৮ইভিএম মেশিন উদ্ধার

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কাজীরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ছিনতাই হওয়া ৮টি ইভিএম মেশিন উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ১০ টার দিকে ৫টি ও ১১ টার দিকে ৩টি ইভিএম মেশিন ওই ভোটকেন্দ্রের অদূরে একটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম  এ তথ্য নিশ্চিৎ করেছেন। তিনি জানান, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি। তবে এ বিষয়ে ব্যাপকভাবে অনুসন্ধান চালানো হচ্ছে।”রাতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে,’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।’
পুলিশ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ভোট গণনা শেষে ওই কেন্দ্রে সদস্য পদে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণার পরই পরাজিত প্রার্থীরা ফলাফল না মেনে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সে সময় কেন্দ্রের বাইরে সমর্থকরাও এতে যোগ দিয়ে ভোটকেন্দ্রে ভাঙচুর ও কেন্দ্রের ৯টি ইভিএম মেশিনের মধ্যে ৮টি নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৭ রাউন্ড শটগানের গুলি ছোড়ে।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিষ কুমার  বলেন, ‘ভোট গণা শেষে পরাজিত প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে ভোটকেন্দ্র হামলা চালিয়ে ৮টি ইভিএম মেশিন ছিনতাই করে নিয়ে যায়। সেগুলো রাতেই উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৩:৩৩ ● ৭৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ