গলাচিপায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
মঙ্গলবার ● ৯ নভেম্বর ২০২১


---

গলাচিপা, (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

 

সোমবার গলাচিপা উপজেলা প্রশাসন গলাচিপা পৌরশহরের ১ নম্বর ও ৪ নম্বর ওয়ার্ডেরন ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মো. নজরুল ইসলাম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
গলাচিপা পৌরসভার ডানিডার অর্থায়নে নির্মিত গ্রামের কৃষকদের উৎপাদিত পন্য বিক্রির জন্য ২টি ষ্টল ঘর নির্মিত করা হয়েছিল। এর মধ্যে একটি প্রভাবশালীরা দখল করে নিয়ে কয়েকটি দোকান নির্মান করে। এ ষ্টলের সবকটি ঘর উচ্ছেদ করা হয়েছে। এছাড়া এসএ ম্যাপ অনুযায়ী খালের দুই পাশে অবস্থিত স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়। উপজেলার আমখোলা ইউনিয়নের আমখোলা বাজার ও গজালিয়া ইউপির বিভিন্ন বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নজরুল ইসলাম জানান, সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৭:১৪ ● ৮৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ