চরফ্যাশনে বেতুয়ালঞ্চঘাট নদীবন্দরে উন্নীত

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে বেতুয়ালঞ্চঘাট নদীবন্দরে উন্নীত
মঙ্গলবার ● ৯ নভেম্বর ২০২১


চরফ্যাশনে বেতুয়ালঞ্চঘাট নদীবন্দরে উন্নীত

চরফ্যাশন (ভোলা)সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উন্নয়নের আরেকটি মাইলফলক হয়েছে। বেতুয়া লঞ্চঘাটকে নদী বন্দরে উন্নত করে সরকারি ভাবে গেজেট প্রকাশিত হয়ে হস্তান্তর করা হয়েছে।
সোমবার বিকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি‘র সভাপতি আবদুল্লাহ আল-ইসলাম জ্যাকব এমপি’ও হাতে সদ্য অনুমোদিত চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাটকে নদী বন্দরে উন্নিত করার সরকারি গেজেট তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
ভোলা জেলার ২য় নদী বন্দর হিসেবে বেতুয়া লঞ্চঘাট অনুমোদন পাওয়ার ফলে নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ আধুনিক ও উন্নত মানের অবকাঠামো নির্মিত হবে। যার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।
চরফ্যাশনে এ সংবাদ পেয়ে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। সন্ধ্যায় আসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বেতুয়া ঘাট ইজারাদার নুরে আলম মাষ্টার বেতুয়া ঘাটে মিষ্টি বিতরণ করেন ও আনন্দ মিছিল বের করেন।
আগামী ২৮নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের পর আগামী ৩০শে নভেম্বর মাননীয় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি এবং আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি যৌথভাবে বেতুয়া নদী বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির একান্ত সচিব মো. আবদুল মোমিন জানিয়েছে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৮:৫৬ ● ৪৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ