চরফ্যাশনে আদালতে ডিজিটাল সেবা দেয়া হবে–জেলা দায়রা জজ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে আদালতে ডিজিটাল সেবা দেয়া হবে–জেলা দায়রা জজ
সোমবার ● ৮ নভেম্বর ২০২১


চরফ্যাশনে আদালতে ডিজিটাল সেবা দেয়া হবে–জেলা দায়রা জজ

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

 

চরফ্যাশন উপজেলা অনেক বড় এলাকা। এখানে ৪টি দপ্তরিক বিচার কার্যালয় রয়েছে। আদালত গুলোতে ডিজিটাল সেবা দেয়া হবে। রবিবার রাত ৮টায় চরফ্যাশন আইনজীবি সমিতির উদ্যোগে বার কার্যালয়ে সংবধনা সভায় ভোলা জেলা ও দায়রা জজ মো. মহাসিনুল হক প্রধানঅতিথি হিসাবে এইসব কথা বলেন। তিনি সাংবাদিকদেরকে আহবান করে বলেন, সরকারের প্রত্যেক সেক্টরে তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় যেই ভাবে ডিজিটালাইজ করতে যাচ্ছেন। চরফ্যাশনকেও ডিজিটাল সেবা দিতে আপনাদের প্রতি আমার আহবান। চরফ্যাশন আদালতে সকল সমস্যাগুলো পর্যাক্রমে সমাধানের আশ^াস দিয়েছেন।
চরফ্যাশন আইনজীবি সমিতির সভাপতি এড. লেয়াকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ভোলা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের জজ নুরুল আলম মোহাম্মদ নিপু, চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম, ভোলা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শরীফ মো. ছানাউল হক, ভোলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ওচমান গনি। বক্তব্য রাখেন, চরফ্যাশন যুগ্ম দায়রা জজ নাহিদুল ইসলাম নাহিদ, চরফ্যাশন এডিশনাল জিপি এড. আমিনুল ইসলাম সরমান, এড. মাহাবুব আলম, এড. রেজাউল করিম, হারুন ফরাজী, এড. নাবিল সরমান, এড. হিরণ। উপস্থিত ছিলেন, চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারন সম্পাদক আমির হোসেন সহ-সভাপতি এম আবু সিদ্দিক, যুগ্ম সম্পাদক কামরুল সিকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড. সিদ্দিক মাতাব্বর। অনুষ্ঠানে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন চরফ্যাশন আইনজীবি সমিতির সদস্যবৃন্দ।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৬:৩৬ ● ২৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ