রংপুরে পিকনিকের বাসের ধাক্কায় ২ ভাই নিহত

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » রংপুরে পিকনিকের বাসের ধাক্কায় ২ ভাই নিহত
শুক্রবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৯


প্রতীকী ছবি

রংপুর সাগরকন্যা প্রতিনিধি॥
রংপুরের বদরগঞ্জে একটি পিকনিক-বাসের ধাক্কায় শাহিন আহম্মেদ (২১) ও ফারুক আহম্মেদ (২০) নামে দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) এরশাদ ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহিন আহম্মেদ উপজেলার মধুপুর দলপাড়া (কাজিপাড়া) গ্রামের সামসুল হকের ও ফারুক আহম্মেদ রাজু মিয়ার ছেলে। সম্পর্কে দু’জন চাচাতো ভাই।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়িতে আত্মীয় আসায় কেনাকাটা করতে শাহিন ও ফারুক মোটরসাইকেলযোগে বদরগঞ্জ বাজারে যান। বাজার থেকে বাড়ি ফেরার পথে এরশাদ ব্রিজ নামক এলাকায় পৌঁছলে রাজশাহী থেকে আসা পিকনিকের একটি বাস (ঢাকা মেট্রো জ ১৪-০-৪৩৭) তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:২০ ● ৫০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ