গলাচিপায় জাতীয় সমবায় দিবস পালিত

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় জাতীয় সমবায় দিবস পালিত
শনিবার ● ৬ নভেম্বর ২০২১


গলাচিপায় জাতীয় সমবায় দিবস পালিত

গলাচিপা(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

 

‘বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে ও উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার, উপজেলা সমবায় অফিসার মো.কামরুল আহসান মিঞা প্রমুখ। এছাড়া সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা,সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী ও সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন ।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৮:৩৬ ● ৪৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ