মঠবাড়িয়ায় ডিজিটাল নিরাপত্তার মামলায় স্কুলছাত্র গ্রেফতার

প্রথম পাতা » পিরোজপুর » মঠবাড়িয়ায় ডিজিটাল নিরাপত্তার মামলায় স্কুলছাত্র গ্রেফতার
শনিবার ● ৬ নভেম্বর ২০২১


মঠবাড়িয়ায় ডিজিটাল নিরাপত্তার মামলায় স্কুলছাত্র গ্রেফতার

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

 

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইয়াসিন(১৫) নামে এক স্কুল ছাত্রকে বৃহস্পতিবার(৪ নভেম্বর) রাতে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত ইয়াসিন উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের এলিন মিয়ার পুত্র এবং উত্তর টিকিকাটা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

মামলা সূত্রে জানাযায়, মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্রের পরিচালক পুলিশ সুপার ডাঃ এস এম শহীদুল ইসলাম (পিপিএম) অফিসারের নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে আসামী ম্যাসেঞ্জারে বিভিন্ন মানুষের কাছে মুমূর্ষু রোগীদের ছবি পাঠিয়ে তাদের সাহায্যের নামে বিকাশের মাধ্যমে টাকা দাবি করে। এছাড়াও সে আইডির মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টিকারী বিভিন্ন পোস্ট শেয়ার করে। সামাজিক যোগাযোগ ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ম্যাসেস পাঠিয়ে মোবাইল ব্যাংকিং বিকাশে বিভিন্ন লোকের নিকট থেকে প্রতারণা মূলক ভাবে টাকা আদায় করে। এতে বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন হয়। বিষয়টি অবহিত হওয়ার পর মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্রের পরিচালক পুলিশ সুপার ডাঃ এস এম শহীদুল ইসলাম (পিপিএম) বাদী হয়ে রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (ডিবি) মোঃ শহিদুল ইসলাম মিন্টু ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইয়াসিন আহম্মেদ নামে ওই স্কুল ছাত্রকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:০১:১৬ ● ৩৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ