দূর্ণীতি ও স্বজনপ্রীতির উর্ধ্বে উঠে এলাকার উন্নয়নে কাজ করতে হবে-প্রাণি সম্পদ মন্ত্রী

প্রথম পাতা » পিরোজপুর » দূর্ণীতি ও স্বজনপ্রীতির উর্ধ্বে উঠে এলাকার উন্নয়নে কাজ করতে হবে-প্রাণি সম্পদ মন্ত্রী
শনিবার ● ৬ নভেম্বর ২০২১


দূর্ণীতি ও স্বজনপ্রীতির উর্ধ্বে উঠে এলাকার উন্নয়নে কাজ করতে হবে-প্রাণি সম্পদ মন্ত্রী

নেছারাবাদ(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির উর্ধ্বে উঠে এলাকার উন্নয়নে সকলকে মিলে মিশে কাজ করতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের যা কিছু সাফল্য ও অর্জন তার সবই এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ^কে দেখিয়ে দিয়েছে। শনিবার (৬ নভেম্বর) দুপুরে নেছারাবাদ উপজেলার নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে এলাকার উন্নয়ন নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, রাজনৈতিক ও দলীয় মত পার্থক্য থাকতে পারে, কিন্তু উন্নয়নের স্বার্থে দল মত ধর্ম বর্ন নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদার, মো. জহিরুল ইসলাম, ইউপি সদস্য মো. বাবুল হোসেন ও সাইয়েদা নাইমা আক্তার সুরমা প্রমুখ। এর পূর্বে মন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিকেলে মন্ত্রী উপজেলার আটঘর-কুড়িয়ান ইউনিয়নে বিভিন্ন কর্মসুচিতে যোগদান করেন।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৫০ ● ৫৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ