ছাতকে একইউপি’র ৫ভোটকেন্দ্র ঝুকিপুর্ণ!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ছাতকে একইউপি’র ৫ভোটকেন্দ্র ঝুকিপুর্ণ!
শুক্রবার ● ৫ নভেম্বর ২০২১


ছাতকে একইউপি’র ৫ভোটকেন্দ্র ঝুকিপুর্ণ!

ছাতক (সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

 

সুনামগঞ্জের ছাতকে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। এ নির্বাচনে খুরমা উত্তর ইউপির প্রচার-প্রচারণার মধ্যে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে কিছু অপ্রীতিকর ঘটনায় কারণে ভোটারদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। খুরমা উত্তর ইউপি বর্তমান চেয়ারম্যান বিল্লাল আহমদের বিরুদ্ধে র্নির্বাচনের শুরু থেকে নির্বাচনী আচরন বিধি লঙ্গনের অভিযোগ উঠেছে। খুরমা উত্তর ইউপির নির্বাচনী ১০টি কেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্র ঝুকিপূর্ণ বলে প্রার্থীরা লিখিত ভাবে অভিযোগ করেছেন। সুনামগঞ্জ জেলা প্রশাসক, জেলা নির্বাচন অফিসার, সুনামগঞ্জ পুলিশ সুপার, র‌্যাব-৯, উপজেলার নির্বাহী অফিসার ও থানার বরাবরে চেয়ারম্যান প্রার্থী সামছুল ইসলাম খান ও এডভোকেট মনির বাদী হয়ে বর্তমান চেয়ারম্যান বিল্লাল আহমদের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন।
জানা যায়, খুরমা উত্তর ইউপির ১০টি ভোট কেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্র ঝুকিপূর্ণ রয়েছে। কেন্দ্রগুলো হচ্ছে আমেরতল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাবুরগাও দাখিল মাদ্রাসা, গদারমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেওতরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই ৫টি কেন্দ্রের ভোটারদের মধ্যে ক্ষমতার প্রভাব, হামলা মামলার ভয়ভীতি, ভোট কেন্দ্র জোর দখল, ভোটারদের ভয়ভীতি দেখিয়ে আতংক ছড়াচ্ছেন বিল্লাল। নির্বাচনের আগের দিন ব্যালেট পেপার না দিয়ে ভোটের দিন সকালে ব্যালেট পেপার দেয়ার দাবি করেন দুই চেয়ারম্যান প্রাথী।
নির্বাচনের যাচাই, প্রতীক বরাদ্ধের আগেই নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিল্লাল নির্বাচনী পোষ্টার ব্যানার ও অফিস খোলে নির্বাচনী আচরন বিধি লঙ্গন করেছেন যা নির্বাচন কর্মকতারাও অবগত আছেন। এব্যপারে দফা দফা আতংক ছড়ানো ঘটনায় সুষ্ট নিরপেক্ষতা নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়।
এব্যাপারে ছাতক থানার ওসি মিজানুর রহমান মিজান (ভারপ্রাপ্ত) অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ২৩:১৮:০৩ ● ৩১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ