তজুমদ্দিনে গরুর ঘাস খাওয়া নিয়ে হামলা-সংঘর্ষে আহত-৮

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » তজুমদ্দিনে গরুর ঘাস খাওয়া নিয়ে হামলা-সংঘর্ষে আহত-৮
শুক্রবার ● ৫ নভেম্বর ২০২১


তজুমদ্দিনে গরুর ঘাস খাওয়া নিয়ে হামলা-সংঘর্ষে আহত-৮

তজুমদ্দিন (ভোলা)সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়নে গোলকপুর গ্রামে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই দফায় মারামারি হয়েছে। এঘটনায় ৮ জন আহত হয়ে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছে। উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।
ঘটনা সুত্রে জানাগেছে, শুক্রবার (৫ নভেম্বর)  সকালে গোলকপুর গ্রামের ৩ নং ওয়ার্ডের মুনাপ পাটওয়ারীর ছেলে জসিম পাটওয়ারী রাস্তা দিয়ে গরু নেয়ার সময় প্রতিবেশী মৃত চান মিয়ার ছেলে নুর হোসেন মাঝীর ঘাসে মুখ দেয়। এসব নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ব্যাপক মারামারি হয়। আহত হয়ে চিকিৎসা নিতে উভয়পক্ষ তজুমদ্দিন হাসপাতালে আাসেন। হাসপাতালে বসে নুর হোসেন মাঝীর ছেলে ইউনুস প্রতিপক্ষ জসিম পাটওয়ারীকে আঘাত করেন। এসময় দ্বিতীয় দফায় পুনরায় মারামারি বাঁধে। ছাড়াতে এসে বাজার ব্যবসায়ী সোহেল মারাত্মক আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় আহত জসিম পাটওয়ারী(৪৫), তাসলিমা (৪০), মহসিন(৪০), জরিনা(৩৫), নুর হোসেন (৬৫) পারভিন (৪০), ইদ্রিস (৩২), সোহেল (৩০)সহ উভয় পক্ষের ৮ জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, গোলকপুরের মারামারির ঘটনায় উভয়পক্ষ পৃথক দুইটি লিখিত দিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আরএস/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪৫:৫৪ ● ২৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ