নাজিরপুরে দোকানে জবরদখল স্কুলের জমি!

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে দোকানে জবরদখল স্কুলের জমি!
বুধবার ● ৩ নভেম্বর ২০২১


নাজিরপুরে দোকানে জবরদখল স্কুলের জমি!

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

 

পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরের বালিকা বিদ্যালয়ের জমি জোর করে দখল করে দোকান স্থাপন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার অভিযোগে বুধবার (৩ নভেম্বর) ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার কর্তৃক  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় পৃথক অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগ জানা গেছে, ওই বিদ্যালয়ের পশ্চিম পাশের ভবন সংলগ্ন জমি স্থানীয় মৃত রসুল খানের ছেলে পলাশ খান নামের এক যুবক দখল করে সেখানে রেস্টুরেন্ট ও ফলের দোকান স্থাপন করেন। ওই দোকানের আড়াল দিয়ে সেখানে রাতের আঁধারে পাকা ভবন তৈরী করতে ইটের গাঁথুনির কাজ করছেন। এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের অন্য শিক্ষকরা বাঁধা দিলে তাদেরকে দেখিয়ে দেওয়া হুমকী প্রদান করেন। অভিযোগ রয়েছে ওই যুবক সেখানে বসে ওই ব্যবসার আড়ালে মাদকেরও ব্যবসা করছে। এমনকি এর আগে সে মাদক সহ ডিবি পুলিশের হাতে আটক হয়েছে। এ ব্যাপারে থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আশ্রাফুজ্জামান জানান, অভিযোগ পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এ ব্যাপারে জানতে সেখানে গেলে অভিযুক্ত পলাশকে পাওয়া যায় নি। এমন কি তার মুঠো ফোনও বন্ধ পাওয়া যায়। তবে তার মা জানান, তারা সেখানে সাময়িক ভাবে ব্যবসা করতে ইট দিয়ে গাঁথুনির কাজ করছে। স্কুল কর্তৃপক্ষ সরিয়ে দিলে চলে যাবেন।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫১:৩৮ ● ৫৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ