নাজিরপুরে শিক্ষককে চাপা দেয়া বাস চালক জেল হাজতে

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে শিক্ষককে চাপা দেয়া বাস চালক জেল হাজতে
মঙ্গলবার ● ২ নভেম্বর ২০২১


নাজিরপুরে শিক্ষককে চাপা দেয়া বাস চালক জেল হাজতে

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষকে বাস চাপা দিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় ঘাতক বাস চালক মো. রুহুল আমীন শেখকে গ্রেফতার করে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
আটক বাস চালক রুহুল আমীন জেলার সদর উপজেলার কদমতলা এলাকার শামসুল হকের ছেলে। জানা গেছে, গত ১৩ অক্টোবর বিকালে পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নাজিরপুরের কবিরাজ বাড়ি নামক স্থানে বসে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী শিক্ষক কাজী মশিউর রহমান রাজিবকে বহন করা অটোরিক্সাকে চাপা দেয় ইমাদ পরিবহনের একটি বাস। এতে শিক্ষক কাজী মশিউর রহমান রাজিবসহ তার স্ত্রী ও পুত্র গুরুতর আহত হয়ে ওই দিন রাতে শিক্ষক মশিউর রহমানের মৃত্যু হয়।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: আশ্রাফুজ্জামান জানান, ঘাতক বাসটির চালকের  নামে নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষকের পিতা শিক্ষক নেতা কাজী মুজিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই  মামলায় আটক বাস ড্রাইভারকে জেলা হাজতে প্রেরন করা হয়েছে।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৪১:৩০ ● ৪০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ