কাউখালীতে দুই ইউপি নির্বাচনে ১০৫প্রার্থীর মনোনয়ন দাখিল

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে দুই ইউপি নির্বাচনে ১০৫প্রার্থীর মনোনয়ন দাখিল
মঙ্গলবার ● ২ নভেম্বর ২০২১


কাউখালীতে দুই ইউপি নির্বাচনে ১০৫প্রার্থীর মনোনয়ন দাখিল

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় তৃতীয় দফার ইউপি  নির্বাচনে ভোট হবে ১নম্বর সয়না রঘুনাথপুর ও ৪নম্বর চিরাপাড়া পার-সাতুরিয়া  ইউনিয়নে। এ নির্বাচনে মঙ্গলবার (২নভেম্বর) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সাধারন ওয়ার্ডের সদস্য প্রার্থীর সংখ্যা ৬৮জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ২৫জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
১ নম্বর সয়না রঘুনাথপুর ইউনিয়নে  চেয়ারম্যান  পদে ৭ জন প্রার্থী হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী  এইচ,এম.আর.কে. খোকন. জাতীয় পার্টি জেপি’র দলীয় প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এলিজা সাঈদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের এইচ.এম হাফিজ উল্লাহ. স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন পলাশ. স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ, স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী মো.মাসুম হোসেন মনোনয়ন পত্র জমা দেন । এছাড়া ৩টি সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১০ জন, ৯টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৩৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
৪নম্বর চিরাপাড়া পার-সাতুরিয়া  ইউনিয়নে  চেয়ারম্যান  পদে ৫ জন প্রার্থী হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান মাহামুদ খান খোকন,জাতীয় পার্টি জেপি’র দলীয় প্রার্থী মো. বজলুর রহমান খান. স্বতস্ত্র প্রার্থী হিসের্বে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মামুন হোসাইন. উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.লাইকুজ্জামান মিন্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো.শেয়াব উদ্দিন কাশেমী মনোনয়ন পত্র জমা দেন । এছাড়া ৩টি সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১৫ জন, ৯টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৩৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
কাউখালী উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার  মো.মিজানুর রহমান জানান, সয়না রঘুনাথপুর ও চিরাপাড়া পার-সাতুরিয়া  ইউনিয়নে  ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদে ১২জন,সদস্য পদে ৬৮ জন, সংরক্ষিত আসনে ২৫জন মনোনয়ন পত্র মনোনয়ন পত্র জমা দেন।মনোনয়ন বাছাই ৪নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১১নভেম্বর, ভোটগ্রহণ ২৮নভেম্বর।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৩৪:৩১ ● ৬৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ