পটুয়াখালীতে জাতীয় শুদ্ধাচার কৌশল শীর্ষক নাগরিক সংলাপ

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে জাতীয় শুদ্ধাচার কৌশল শীর্ষক নাগরিক সংলাপ
শনিবার ● ৩০ অক্টোবর ২০২১


পটুয়াখালীতে জাতীয় শুদ্ধাচার কৌশল শীর্ষক নাগরিক সংলাপ

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতাহার উদ্দিন মিলনায়তনে এ নাগরিক সংলাপের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) পটুয়াখালী জেলা কমিটি।
অনুষ্ঠানে সুজনএর পটুয়াখালী জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন অহম্মেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী। এ সময় সুজনের সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সংলাপে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে উজ্জীবিত করতে হবে, শুদ্ধাচার সম্পর্কে ধারনা প্রদানের মাধ্যেম স্বচ্ছতা ও জবাবদিহিতা বাস্তবায়ন করতে হবে। প্রতিটি মানুষের মধ্যে নৈতিকতাবোধ জাগ্রত করা গেলে এ ঘুনেধরা সমাজের আমুল পরিবর্তন সম্ভব।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫১:৪৫ ● ২৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ