গৌরনদীতে মাথার চুল কেটে গৃহবধুকে তাড়নোর অভিযোগ
প্রথম পাতা »
বরিশাল »
গৌরনদীতে মাথার চুল কেটে গৃহবধুকে তাড়নোর অভিযোগ
গৌরনদী(বরিশাল)সাগরকন্যা প্রতিনিধি॥
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামে পুত্রবধুর মাথার চুল কেটে নির্যাতনের পর শিশু পুত্রসহ পুত্রবধুকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিচারের দাবিতে অসহায় ওই গৃহবধু গ্রাম্য মাতুব্বরের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।
নির্যাতিতা গৃহবধু (২১) জানান, প্রেমের সম্পর্কে বার্থী গ্রামের মৃত খসরু মাঝির পুত্র বাপ্পির মাঝি (২২) বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। এতে সে (ওই নির্যাতিতা) অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বাপ্পি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে সে (নির্যাতিতা) বাপ্পির বিরুদ্ধে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর মামলা থেকে রেহাই পেতে ধর্ষক বাপ্পি মাঝি ২০২০ সালের জুন মাসে তাকে (নিযাতিতা) বিয়ে করে। পরবর্তীতে ওই গৃহবধু একটি পুত্র সন্তানের জন্ম দেয়। এরপর গৃহবধু শিশু সন্তান নিয়ে স্বামী বাপ্পি মাঝির বাড়িতেই বসবাস করে আসছিল।
তিনি (গৃহবধু) আরও জানান, স্বামীর বাড়িতে যাবার পর থেকেই তার শাশুড়ি ঝর্না বেগম ও বাপ্পির বড় ভাবি মিমি আক্তার কোন ভাবেই তাকে (গৃহবধু) মেনে নিতে পারছিলো না। তাই শ্বশুর বাড়ির লোকজনে প্রায়ই তাকে (গৃহবধু) শারীরিক ও মানসিক নির্যাতন করতো। গত এক মাস পূর্বে রাতের আধারে তার শাশুড়ি ঝর্না বেগম ও জা মিমি আক্তার তার (গৃহবধু) পুরো মাথার চুল কেটে দেয়। এরপর শ্বশুর বাড়ির লোকজনে শারীরিক নির্যাতন করে শিশু পুত্রসহ তাকে (পুত্রবধু) বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ওই দিন থেকে তার স্বামী বাপ্পী মাঝিও বাড়ি থেকে আত্মগোপন করেছেন। নিরুপায় হয়ে বর্তমানে সে (গৃহবধু) বার্থী গ্রামের মামা বাড়িতে আশ্রয় নিয়েছেন।
তবে, আনিত অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে গৃহবধুর শাশুড়ি ঝর্না বেগম ও জা মিমি আক্তার বলেন, আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য অপপ্রচার চালানো হচ্ছে।
গৌরনদী থানার ওসি আফজাল হোসেন বলেন, এ ঘটনার বিষয় আমি কিছুই জানি না। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিকেএস/এমআর
বাংলাদেশ সময়: ১৯:৫০:৩৭ ●
৫০৩ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)