কেমিকেল ব্যবসায়ীদের সরানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করা উচিত: পরিকল্পনামন্ত্রী

প্রথম পাতা » সর্বশেষ » কেমিকেল ব্যবসায়ীদের সরানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করা উচিত: পরিকল্পনামন্ত্রী
শুক্রবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৯


সুনামগঞ্জে সাংবাদিকদের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

সুনামগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নিমতলী ট্র্যাজেডির পর কেমিকেল ব্যবসায়ীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এখন এটা বাস্তবায়ন করা উচিত। তা না হলে এমন ঘটনা আবার ঘটবে। তিনি আরো বলেন, তবে ছোট ব্যবসায়ীদের জন্য বিকল্প চিন্তা করা উচিত।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এম এ মান্নান। পরিকল্পনামন্ত্রী বলেন, স্বীকার করতেই হবে, এটা জাতীয় পর্যায়ের একটা ট্র্যাজেডি। নিহতদের মধ্যে নারী আছেন, শিশু আছে। আমরা খুবই দুঃখিত। পুরান ঢাকার কেমিকেল ব্যবসা প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, নিমতলীর পরেও আমার যতটুকু মনে হয়, অর্ডার মুখে দেওয়া হয়েছিল, কাগজে দেওয়া হয়েছিল। এখন সময় এসেছে একে বাস্তবায়িত করতে হবে। তবে ছোট ছোট ব্যবসায়ীর জন্য বিকল্প চিন্তা করা উচিত। তাদের জন্য বিকল্প চিন্তা করে তাদের অন্য জায়গায় পুনর্বাসন করা জরুরি। ঘনবসতিপূর্ণ জায়গায় তা রাখা মোটেও কাম্য নয়। সরকারের উচ্চতম পর্যায়ে এ সম্পর্কে সচেতন আছে। এর আগে মন্ত্রী উপজেলার ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ ছাড়া দুপুরে উপজেলার ডুংরিয়া এলাকায় এম এ মান্নান মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানেও পুরস্কার বিতরণ করেন তিনি। জেলা প্রশাসক মো. আবদুল আহাদ, পুলিশ সুপার বরকতুল্লাহ খান এ সময় উপস্থিত ছিলেন।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৫৩:১১ ● ৪৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ