রাঙ্গাবালীতে টেলিমেডিসিন ফ্রি চিকিৎসা সেবাকেন্দ্র চালু

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে টেলিমেডিসিন ফ্রি চিকিৎসা সেবাকেন্দ্র চালু
শনিবার ● ২৩ অক্টোবর ২০২১


রাঙ্গাবালীতে টেলিমেডিসিন ফ্রি চিকিৎসা সেবাকেন্দ্র চালু

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

হাসপাতালবিহীন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় অনলাইন ভিত্তিক টেলিমেডিসিন ফ্রি চিকিৎসা সেবাকেন্দ্র চালু হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা সড়ক এলাকায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কার্যক্রমের এ যাত্রা শুরু হয়।
‘এফ. ইসলাম স্বাস্থ্য সেবাকেন্দ্র’ নামক এ প্রতিষ্ঠানটিতে সকল শ্রেণীর মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে জানান উদ্যোক্তারা। উদ্যোক্তারা জানান, প্রতি শনি-বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এমবিবিএস ডাক্তার দ্বারা সেখানে টেলিমেডিসিন চিকিৎসা সেবা দেওয়া হবে।
সোফিমেড সংস্থার অর্থায়ণে উপজেলার বাহেরচর গ্রামের প্রায়াত এফ ইসলামের (বকু মিয়া) নামে এ স্বাস্থ্যকেন্দ্রের  কার্যক্রম পরিচালনা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন,  রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক সাজাদুল ইসলাম শামিম, আজাদুল ইসলাম বাবলু ও উপসহকারি মেডিকেল অফিসার ফিরোজ মাহমুদ প্রমুখ।
এ সময় কার্যক্রমের পৃষ্ঠপোষক মোহাম্মদ জাহাঙ্গীর দেওয়ান অনলাইনে অংশ নিয়ে সকলকে সেবা গ্রহণের আহ্বান জানান।

কেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৪:০৯ ● ৬৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ