তজুমদ্দিনে ৫নৌকাসহ ৩১জেলে আটক, ২২জনকে দন্ড

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » তজুমদ্দিনে ৫নৌকাসহ ৩১জেলে আটক, ২২জনকে দন্ড
বৃহস্পতিবার ● ২১ অক্টোবর ২০২১


তজুমদ্দিনে ৫নৌকাসহ ৩১জেলে আটক, ২২জনকে দন্ড

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

 

ভোলার তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অপরাধে ৩১ জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতে ১৬ জনকে কারাদণ্ড, ৬জনকে জরিমানা এবং অপ্রাপ্ত বয়স্ক ও প্রতিবন্ধী হওয়ায় ৯ জনকে ছেড়ে দেয়া হয়।
উপজেলা মৎস্য অফিসার আমির হোসেন জানান, বুধবার দিবাগত গভীররাতে তজুমদ্দিন ও লালমোহনের মেঘনা মোহনা থেকে মাছ ধরার সময় ৩১ জন জেলেকে আটক করা হয়। এসময় ৫টি নৌকা ও ২০ হাজার মিটার জাল আটক করা হয়। আটককৃত জাল রাতে শশীগঞ্জ ঘাটে আগুনে পুড়ে ধ্বংস করা হয়।
থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, সরকারী বিধি অমান্য করায় ১৮৮ ধারা অনুযায়ী নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার মরিয়ম বেগম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের ১৬ জনকে একমাস করে জেল ও ৬ জনের মোট ২৩ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া অপ্রাপ্ত বয়স্ক ও প্রতিবন্ধী হওয়ায় ৯ জনকে ছেড়ে দেয়া হয়।


আরএস/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৫০:৪৮ ● ২২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ