সনদ জালিয়াতির মামলায় সরকারি কর্মকর্তা জেলহাজতে

প্রথম পাতা » সর্বশেষ » সনদ জালিয়াতির মামলায় সরকারি কর্মকর্তা জেলহাজতে
মঙ্গলবার ● ১৯ অক্টোবর ২০২১


 

---

ছাতক সাগরকন্যা প্রতিনিধি

উত্তরাধিকার সনদ জালিয়াতি করে ভূমি আত্মসাত করার মামলায় সিলেট সদর কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ ফজলুল হককে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। তিনি দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রাউলীগাও গ্রামের সফির উদ্দিনের পুত্র। তার বিরুদ্ধে দায়েরী সিআর-২১৩/২০ (দোয়ারা) মামলায় সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। গত সোমবার (১৭ অক্টোবর) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। মামলা সূত্র থেকে জানা গেছে, ওই কর্মকর্তা সৎমাকে নিজের মা বানিয়ে ইউনিয়ন পরিষদ থেকে উত্তরাধিকার সনদপত্র উত্তোলন করে সৎ মায়ের সম্পত্তি নিজ নামে নামজারী করে বিক্রয় করেছেন। এ ব্যাপারে একই গ্রামের বাসিন্দা মাসুম আহমদ বাদী হয়ে ২০২০ সালের ১৭ নভেম্বর সুনামগঞ্জ আদালতে একটি মামলা (নং-২১৩/২০) দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য দোয়ারাবাজার থানায় প্রেরণ করা হয়। দীর্ঘ তদন্ত শেষে উত্তরাধিকার সনদপত্র জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় মোঃ ফজলুল হকের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা দণ্ডবিধি ৪২০/৪০৬/৪৬৮/৪৬৭ তৎসহ ধারায় চূড়ান্ত রিপোর্ট আদালতে দাখিল করেছেন। মামলার বাদী মাসুম আহমদ গ্রামের আব্দুল মতিনের পুত্র। এ মামলায় মোঃ ফজলুল হক ছাড়াও আরো ৬জন আসামী রয়েছেন। মাসুম আহমদ মৃত সফির উদ্দিনের নাতী বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:৪৪ ● ৩৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ