ভারত-বাংলাদেশ আলাদা কোন স্বত্তানয়, একই মায়ের দু’টিসন্তান- ভারতীয় হাইকমিশনার

প্রথম পাতা » কুয়াকাটা » ভারত-বাংলাদেশ আলাদা কোন স্বত্তানয়, একই মায়ের দু’টিসন্তান- ভারতীয় হাইকমিশনার
বৃহস্পতিবার ● ১৪ অক্টোবর ২০২১


ভারত-বাংলাদেশ আলাদা কোন স্বত্তানয়, একই মায়ের দু’টিসন্তান- ভারতীয় হাইকমিশনার

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার রাজেশ কুমার রায়না বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে বালাদেশের পাশে অবস্থান নেয়াই ছিল ভারতের একমাত্র দ্বায়িত্ব ও কর্তব্য। কারণ ভারত-বাংলাদেশ আলাদা কোন স্বত্তা নয়। একই মায়ের দু’টি সন্তান। বাংলাদেশ ভারতের বন্ধ ুনয়, রক্তে বাঁধানে জড়ানো পরম সম্পর্কের।

বুধবার(১৩ সেপ্টম্বর) রাতে কুয়াকাটা শ্রী শ্রী রাঁধাকৃষ্ণ সেবাশ্রমে দূর্গাউৎসব পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, যে আন্তরিকতা, ভালবাসা আজ আপনারা আমাকে দিলেন তার জন্য আপনাদেও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিববুর রহমান মহিব, কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার, কলাপাড়া উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা প্রমূখ।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৮:০৯ ● ২৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ