ছাতকে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত-২

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ছাতকে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত-২
সোমবার ● ১১ অক্টোবর ২০২১


ছাতকে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত-২

ছাতক (সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

সুনামগঞ্জের ছাতকে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহিত দু’জন। রবিবার সকালে ছাতক-গবিন্দগঞ্জ সড়কের রায়সন্তুষপুর ঝাওয়ারখাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় উপজেলার নোয়ারাই ইউনিয়নের মানিকপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র  আরিফুল ইসলাম(৮) এবং ছৈলা আফজালাবাদ ইউনিয়নের জগন্নাথপুর নোয়াগাঁও গ্রামের কমলারুন নেসার পুত্র নাজমুল ইসলাম(১৮) নিহত হন। গাড়িতে থাকা অন্য যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। তাদের অবস্থা আশংকাজনক বলে জানাগেছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ মো. নাজিম উদ্দিন বলেন, সকালের দিকে ছাতক থেকে যাত্রীবাহী সিএনজি সিলেটের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটির সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি। তিনি আরও বলেন, দুর্ঘটনায় বিক্ষোব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখেন। ফলে ওই সড়কে প্রায় ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৩:৪৪ ● ৮৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ