জনগনকে সেবা দিন, নিজেদের জমিদার ভাববেন না -মৎস্য মন্ত্রী

প্রথম পাতা » পিরোজপুর » জনগনকে সেবা দিন, নিজেদের জমিদার ভাববেন না -মৎস্য মন্ত্রী
রবিবার ● ১০ অক্টোবর ২০২১


জনগনকে সেবা দিন, নিজেদের জমিদার ভাববেন না -মৎস্য মন্ত্রী

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম বলেছেন, জনগনকে সেবা করতে প্রধান মন্ত্রী আমাদের নিয়োজিত করেছেন। আমরা যারা জনগনের সেবক তারা কখনও নিজেকে জমিদার মনে করবো না। কেননা আমরা কেউ কেউ জনগনের ভোটে নির্বাচিত আবার কেউ কেউ জনগনকে সেবা দিতে সরকারী কর্মকর্তা বা কর্মচারী হিসাবে নিয়োজিত হয়েছি। সেবা পৃথিবীর সবচেয়ে বড় পূন্যের কাজ। আমরা আমাদের কর্তব্য যথাযথভাবে পালন করে আমাদের রিজিক হালাল করবো। এটাই আমাদের প্রতিজ্ঞা থাকা উচিত।
রবিবার(১০অক্টোবর)দুপুরে পিরোজপুর জেলার নাজিরপুরে মাছের পোনা অবমুক্ত, উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং হিন্দুদের দূর্গাপূজা উপলক্ষে নিজ তহবিল থেকে  আর্থিক অনুদান প্রদানের পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে  তিনি এসবস কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা যুদ্ধে এদেশের সকল ধর্মের মানুষের অংশ গ্রহনে দেশ স্বাধীন হয়েছে। কাজেই দেশটিতে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা এসএম রোকনুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক (ডিডি) মো. আনিচুর রহমান, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুস সত্তার হাওলাদার, জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খান,  যুবলীগ সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. তরিকুল ইসলাম তাপস চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক গোপাল বসু প্রমুখ।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩১:২৩ ● ৪৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ