২১০০ সালের ডেলটা প্রকল্প তৈরির জন্য গবেষক নিয়োগ দেওয়া হয়েছে-ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান

প্রথম পাতা » পটুয়াখালী » ২১০০ সালের ডেলটা প্রকল্প তৈরির জন্য গবেষক নিয়োগ দেওয়া হয়েছে-ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান
রবিবার ● ১০ অক্টোবর ২০২১


২১০০ সালের ডেলটা প্রকল্প তৈরির জন্য গবেষক নিয়োগ দেওয়া হয়েছে-ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বিশ্বের কোন রাষ্ট প্রধান আগামী ২১০০ সালে মানুষের কি হবে এ নিয়ে চিনত্মা করে নাই। কিন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা নিয়ে ভেবেছেন। প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিশ্বায়ন উপযোগী ডেলটা প্রকল্প গ্রহণ করেছেন। ২১০০ সালের ডেলটা প্রকল্প তৈরির জন্য গবেষক নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার (১০ অক্টোবর) বেলা ১১ টায় ইসলামি ফাউন্ডেশনের মিলনায়তনে আয়োজিত ধমীয় সম্প্রতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।প্রতিমন্ত্রী আরও বলেন, ২১০০ সালে বাংলাদেশের জনসংখ্যা ৪০ কোটি হলে ছোট্ট এ ভূখন্ডে মানুষের বাঁচার সকল কিছু থাকবে। এসময় উপসি’ত ছিলেন মহিলা সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুলস্নাহ্‌, সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মাদ মাহাবুবুল আলম প্রমুখ।

সম্প্রতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণে জেলার বিভিন্ন মসজিদের ২ শতাধিক ইমাম উপসি’ত ছিলেন। এর আগে মন্ত্রী ধর্মীয় সমপ্রীতি ও সচতনেতামূলক প্রচারণার অংশ হিসাবে কুয়াকাটায় আনত্ম:ধমীয় সংলাপে অঙশ গ্রহন করেন। শনবাির রাত ৮টায় কুয়াকাটার একটি আবাসকি হোটলের হলরম্নমে এ সংল্পাপের আয়োজন করে ধর্ম বিষক মন্ত্রণালয়। অতিরিক্তি জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে  সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

উপসি’ত ছিলেণ কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, বৌদ্ধধর্ম কৃষ্টি প্রচার সংঘ পটুয়াখালী জেলা কমিটির সভাপতি নেউ নেউ খেইন। সংলাপে স’ানীয় মুসলি, হিন্দু, বৌদ্ধ ধর্মীয় প্রতিনিধিসহ উপজলো আওয়ামীলীগের নেতৃবৃন্ধ অংশগ্রহন
করেন।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৪:৪৩ ● ৪৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ