কলাপাড়ায় ইটভাঁটা নারী শ্রমিককে ধর্ষণে ব্যর্থ হয়ে হামলা মারধর

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় ইটভাঁটা নারী শ্রমিককে ধর্ষণে ব্যর্থ হয়ে হামলা মারধর
শুক্রবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৯


প্রতীকী ছবি

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
ধর্ষণে ব্যর্থ হয়ে বেধড়ক মারধর ও সন্ত্রাসী হামলা চালানো হয়েছে ইটভাঁটার নারী শ্রমিক মনি বেগমের (২০) ওপর। বেধড়ক মারধর করে জখম করা হয়েছে তাকে। এ ঘটনায় সন্ত্রাসী লম্পট সুমন খাঁসহ ৬ জনের নামে কলাপাড়া থানায় অভিযোগ দেয়া হয়েছে।
মনি বেগম জানান, সে স্বামী শাহীন কাজীসহ জীবিকার প্রয়োজনে নীলগঞ্জের সলেমান আকনের ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। বিভিন্ন সময় ওই একই ভাঁটার শ্রমিক সুমন ও আবু বকর খাঁ কুপ্রস্তাব দিয়ে আসত। এঘটনা ইটভাঁটার ম্যানেজার ইছা মিয়াকে জানায়। কিন্তু কোন প্রতিকার হয়নি। ফলে বখাটে চক্র ৮ ফেব্রুয়ারি রাতে মনি বেগমকে ধর্ষণের উদ্দেশ্যে ঘুমের মধ্যে জাপটে ধরে। ডাক চিৎকার করলে লোকজন এগিয়ে আসলে মনি বেগম রক্ষা পায়। এ ঘটনায় কোন বিচার পায়নি। বাধ্য হয়ে ইজ্জত বাঁচাতে মনি বেগম তার বাড়ি বালিয়াতলীর তুলাতলী গ্রামে চলে যায়। কিন্তু ইজ্জত বাঁচাতে পারলেও সেখানে গিয়ে হামলা ও মারধরের শিকার হন। তুলাতলীর বেল্লাল খাঁ, আবুল বাশার ও মামুন খাঁর বাড়িতে আটকে বেধড়ক মারধর করা হয় মনি বেগমকে। গুরুতর জখম অবস্থায় ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়। সেখানে ওয়ান স্টপ ক্রাইসিস সেল এর প্রোগ্রাম অফিসার মোঃ ইদ্রিস আলমের সহায়তায় ১৯ ফেব্রুয়ারি থানায় অভিযোগ দায়ের করেন। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:২৩ ● ৭৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ