দশমিনায় উপ-নির্বাচনে মামাকে হারিয়ে ভাগ্নে বিজয়ী

প্রথম পাতা » পটুয়াখালী » দশমিনায় উপ-নির্বাচনে মামাকে হারিয়ে ভাগ্নে বিজয়ী
বৃহস্পতিবার ● ৭ অক্টোবর ২০২১


দশমিনায় উপ-নির্বাচনে মামাকে হারিয়ে ভাগ্নে বিজয়ী

দশমিনা (পটুয়াখালী)সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দশমিনায় সাধারন সদস্য পদে উপ-নির্বাচনের ভোট যুদ্ধে ভাগ্নে হারিয়েছে মামাকে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) উপজেলার বহরমপুর ইউনিয়নে ৮নং ওয়ার্ডে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনে কোন অপ্রতিকর কোন ঘটনা ঘটেনি।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায় , উপজেলার বহরমপুর ইউনিয়নে ৮নং ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনে ১হাজার ৫শ’ ৪৪ ভোটের মধ্যে ৯শত ৪৭টি ভোট গ্রহন হয়েছে। এবং এ মধ্যে  ১৫ ভোট বাতিল হয়েছে। সাধারন দুই সদস্যের মধ্যে মো. আফজাল হোসেন মোরগ প্রতীকে ৫শ’৮২ ও মো. ইকবাল হাসেন তালা প্রতীকে ৩শ’৫০ ভোট পেয়েছেন। আর মো. আফজাল হোসেন মোরগ প্রতীকে ২শ’ ৩২ ভোট বেশি পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন ।
উল্লেখ্য-চলতি বছরের ২১জুন ওই ইউনিয়নে ইউপি নির্বাচনে ৮নং ওয়ার্ডে সাধারন সদস্য পদে তালা প্রতীকে মামা মো. ইকবাল হোসেন মৃধা ৩শ’ ৩১ ও ভাইগ্না মো.আফজাল হোসেন কালু মোরগ প্রতীকে ৩শ’ ৩১ ভোট পেয়ে সমান হয়েছিলেন।
উপজেলা নিবার্চন অফিসার মো. জিয়াউল রহমান জানান, ওই কেন্দ্রে তিন প্রার্থীর মধ্যে দুই প্রাথীর্ মো. আফজাল হোসেন মোরগ প্রতীকে ও মো. ইকবাল হাসেন তালা প্রতীকে সমান ভোট অর্জনের ফলে পুনরায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। আর এতে মো. আফজাল হোসেন মোরগ প্রতীকে ২শ’ ৩২ ভোট বেশি পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৯:৪৬ ● ৩১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ