ছাতকে উপজেলা ভূমি অফিস চুরি!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ছাতকে উপজেলা ভূমি অফিস চুরি!
মঙ্গলবার ● ৫ অক্টোবর ২০২১


ছাতকে উপজেলা ভূমি অফিস চুরি!

ছাতক (সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

 

সুনাগঞ্জের ছাতকে এসিল্যান্ড অফিসে দুঃসাহসিক চুরি হয়েছে। তালা ভেঙ্গে প্রায় ৪ হাজার টাকা লুটপাট, অফিসের গুরুত্বপূর্ণ ফাইলপত্র, ল্যাপটপে থাকা গোপন ফাইলের তথ্য চুরি হয়েছে। সরকারী গুরুত্বপূর্ণ এ কার্য্যালয়ে চুরির ঘটনায় উপজেলাজুড়েই ব্যাপক আলোচনা-সমালোচনা ঝড় বইছে। সোমবার রাতেই চুরির এ ঘটনা ঘটে।

জানাযায়, সোমবার রাতে এসিল্যান্ড কার্য্যালয় ও ছাতক সদর ভূমি অফিসের পেছনের  জানালার গ্রিল কেটে সংঘবদ্ধ চোরের দল ভেতরে ঢুকে অফিসের গুরুত্বপূর্ণ ফাইলপত্র, ল্যাপটপ ইত্যাদি তছনছ করে অফিস কক্ষের মাঝে ফেলে যায়। রহস্যজনক এ চুরির ঘটনায় ভূমি মালিকগণের অপুরনীয় ক্ষতির আশংকা রয়েছে বলে অভিযোগ করেন সেবা নিতে আসা লোকজন। মঙ্গলবার সকালে ষ্টাফগণ অফিসে হাজির হলে বিষয়টি সবার নজরে আসে। এ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এব্যাপারে ইউনিয়ন (ছাতক সদর) ভূমি কর্মকর্তা রমেন্দ্র নারায়ন দাস জানান, চোর জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে আলমারি, সিন্দুকের তালা ভেঙ্গে চুরির চেষ্টা করে তবে সিন্দুকের ভিতরে আরেকটা তালা থাকার কারণে সিন্দুক থেকে টাকা নিতে পারেনি।

এব্যাপারে ওসি নাজিম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসলাম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরেরা বিভিন্ন কক্ষে ঢুকে গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ, অফিস সহকারী সত্যেন্দ লাল দাসের কক্ষের ড্রয়ারে ভেঙ্গে ৪ হাজার টাকা নেন। তার অফিসের নৈশপ্রহরী চন্দন বিশ্বাস রাত ৩টার দিকে অসুস্থ বাচ্চাকে দেখতে অফিসে পাশের বাসায় যাওয়ার পর চুরির ঘটনা ঘটে। তবে অফিসের সিসিটিভি ফুটেজে গামছা দিয়ে মুখবাধাঁ দু-ব্যক্তির তথ্য আছে তার কাছে।

এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০৮:৫৪ ● ১৩৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ