দুমকিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
মঙ্গলবার ● ৫ অক্টোবর ২০২১


দুমকিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যেদিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব, দুমকি চত্তর থেকে শতাধিক স্কুল-কলেজ শিক্ষক-শিক্ষিকাদের অংশ গ্রহনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউস্টার মিনি চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা শিক্ষক-কর্মচারি সমন্বয় পরিষদ সভাপতি অধ্যক্ষ মো: জামাল হোসেনের সভাপতি আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহি কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ প্রধান অতিথি ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিসেস বদরুন নাহার ইয়াসমিন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ফরিদা ইয়াসমিন, সরকারি জনতা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আবদুল লতিফ, প্রেসক্লাব সভাপতি মো. জসিম উদ্দিন সুমন বিশেষ অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাকসিস সভাপতি মুরাদিয়া আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজ অধ্যক্ষ আহসানুল কবির, সাধারণ সম্পাদক বাবু সমীর কুমার দাস, মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো: আবুল হোসেন প্রমুখ।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫৭:২৪ ● ৬২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ