নেছারাবাদে ৩জেলেকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে ৩জেলেকে জরিমানা
সোমবার ● ৪ অক্টোবর ২০২১


নেছারাবাদে ৩জেলেকে জরিমানা

নেছারাবাদ(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

সরকারি বিধি নিষেধের প্রথম দিনে নেছারাবাদের সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৪ অক্টোবর) সকালে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন। অর্থদন্ড প্রাপ্ত জেলেরা হলো সবুজ (৩০), কালু (২২) ও শহিদুল (৪০)।
জানাগেছে, থানা পুলিশের সহয়তায় উপজেলা মৎস্য বিভাগ গত রবিবার মধ্যরাতের পর কুনিয়ারি এলাকায় সন্ধ্যানদীতে অভিযান চালিয়ে কারেন্ট জালসহ  ৩ জেলেকে আটক করে। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১০ হাজার টাকা করে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে ১টি নৌকা ও প্রায় ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়ে ফেলা হয় ।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৬:৫৭ ● ২৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ