গলাচিপায় ৩ইউপিতে আ’লীগের প্রার্থীবাছাই সম্পন্ন, স্থগিত-১

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় ৩ইউপিতে আ’লীগের প্রার্থীবাছাই সম্পন্ন, স্থগিত-১
শনিবার ● ২ অক্টোবর ২০২১


গলাচিপায় ৩ইউপিতে আ’লীগের প্রার্থী বাছাই সম্পন্ন, স্থগিত-১

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

দ্বিতীয় দফার প্রথম দিন শুক্রবার উৎসব মুখর পরিবেশে চেয়ারম্যান পদে ৪টি ইউপিতে আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের কাউন্সিলরদের ভোট গ্রহন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে শনিবার অন্য ৪টি ইউপি’র কাউন্সিলে এ পরিবেশ সম্পূর্ণ পাল্টে গেছে। গজালিয়া, চরবিশ্বাস ও চরকাজল তিন’টি ইউপিতে চেয়ারম্যান পদে কাউন্সিল সম্পন্ন হয়েছে। অন্য ১টি ইউনিয়ন গলাচিপা সদর  প্রার্থীদের সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সহিংস ঘটনা এড়াতে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এক ইউপি’র কাউন্সিলরদের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেছে। গজালিয়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান খালিদুল ইসলাম স্বপন ৪৬ ভোট পেয়ে প্রথম ও মো. মতিউর রহমান ২৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। চর বিশ্বাস ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি ২৮ ভোট পেয়ে প্রথম ও জাহিদ হোসেন সরদার ২৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন, চর কাজল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান রুবেল মোল্লা ৬৪ ভোট পেয়ে  প্রথম ও আল আমিন ৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন, তবে কাউন্সিলরদের অনুরোধে গলাচিপা সদর ইউনিয়নের ভোট গ্রহন স্থগিত করা হয়েছে। দলের উপজেলা নেতাদের ৫ সদস্য বিশিষ্ট কমিটি এ ইউনিয়নের প্রার্থী নির্বাচন করবেন। জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও জেলা সম্পাদক আ. মান্নান এ সিদ্ধান্ত দিয়েছেন বলে দলীয় সূত্র জানায়।
প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘাতের আশংকায় দায়িত্বপ্রাপ্ত উপজেলা নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত্ম নেয় বলে দলীয় সূত্র জানায়। একটি সূত্র জানায় এ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ দফতরে সন্ধায় কাউন্সিলরদের ভোট গ্রহন করা হবে।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:১২:৫০ ● ৩২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ