দূর্গম চরগুলো আজ উপ-শহরে পরিনত হয়েছে-এমপি জ্যাকব

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » দূর্গম চরগুলো আজ উপ-শহরে পরিনত হয়েছে-এমপি জ্যাকব
শুক্রবার ● ১ অক্টোবর ২০২১


দূর্গম চরগুলো আজ উপ-শহরে পরিনত হয়েছে-এমপি জ্যাকব

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ছোয়া তৃণমূল পর্যায়ে পৌঁছতে শুরু করেছে। তাই দূর্গমচরগুলিও আজ উপ-শহরে পরিনত হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) দুপুরে চরফ্যাশন উপজেলার পর্যটক এলাকা কুকরি মুকরিতে লঞ্চঘাট থেকে বাজার পর্যন্ত সড়ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসাবে এইসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমার গ্রাম আমার শহর” এই কর্মসূচী বাস্তবায়নের মধ্য দিয়ে অবহেলিত গ্রামগুলো শহরের মত জেগে উঠছে। গ্রামে বসেই মানুষ এখন শহরের মত নাগরিক সুযোগ সুবিধা পাচ্ছেন। বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নে গ্রামের পাশাপাশি  দূর্গম চরগুলোকে ব্যাপক উন্নয়ন করে উন্নত নাগরিক সুযোগ সুবিধার আওতায় আনা হচ্ছে।
এমপি জ্যাকব বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত কুকরি মুকরি দ্বীপে জননেত্রী  শেখ হাসিনার ঐকান্তিক সহযোগিতায় গত একযুগে বন্যা ও জলচ্ছাস থেকে চরবাসিকে রক্ষায় ১৪কিঃমিঃ বেড়িবাঁধ ও ৬টি স্লুইজ গেইট নির্মাণ, জাতীয় গ্রীডের সাথে চর কুকরি মুকরিকে সংযোগে সাব-মেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুতায়ন, পর্যটকদের জন্য ইকোপার্ক এবং আধুনিক লাইটিং হাউজ নির্মাণসহ পর্যটকদের আকৃস্ট করতে ব্যাপক উন্নয়নের মাধ্যমে কুকরি মুকরিতে নতুন দিগন্তের সুচনা হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অতিরিক্ত সচিব ড. মোঃ রেজাউল হক।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামীলীগের নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল নোমান রুহুল, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ কয়সর আহাম্মেদ দুলাল, চরকুকরী-মুকরি ইউপি‘র চেয়ারম্যান আবুল হাসেম মহাজন প্রমুখ।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৯:০২ ● ৪৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ