চরফ্যাশনে কন্যা শিশু দিবস পালিত

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে কন্যা শিশু দিবস পালিত
বৃহস্পতিবার ● ৩০ সেপ্টেম্বর ২০২১


চরফ্যাশনে কন্যা শিশু দিবস পালিত

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

“প্রধানমন্ত্রীর বারতা, নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়েছে চরফ্যাশনে কন্যা শিশু দিবস। চরফ্যাশন মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বৃহম্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় এক বিশাল র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি চরফ্যাশন বাজারের উল্লেখযোগ্য সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরে এসে মিলিত হয়।
উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ^াসের সভাপতিত্বে বক্তরা বলেন, মাননীয় প্রধানন্ত্রী শেখ হাসিনা কন্যা শিশু দিবসটি পালনার্থে উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। কথায় আছে শিক্ষিত কন্যা হবে শিক্ষিত মা, শিক্ষিত পরিবারের দুঃখ থাকে না। কন্যা শিশুরা সমাজের আয়না তাদেরকে অবহেলিত করা ঠিক নয়। ইসলামেও কন্যাদের গুরুত্ব দেয়া হয়েছে। প্রত্যেক কন্যা শিশুর প্রতি যত্ববান হওয়ার জন্যে আহবান জানান।
এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ^াস, চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক আমির হোসেন, কোষাধ্যক্ষ মিজান নয়ন ও সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৪৫:৪৭ ● ২৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ