তালতলীতে জোরপূর্বক ধানের চারা রোপণে জমি দখল!

প্রথম পাতা » বরগুনা » তালতলীতে জোরপূর্বক ধানের চারা রোপণে জমি দখল!
রবিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২১


তালতলীতে জোরপূর্বক ধানের চারা রোপণে জমি দখল!

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

 

৫০ বছরের ভোগ দখলীয় জমি জোরপুর্বক ভুমি দস্যু নজরুল বিশ^াস, শাহজাহান ও খালেক শরীফ দখল করতে জমিতে ধানের চারা রোপন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমির মালিক মোঃ আইউব আলী ফরাজী এমন অভিযোগ করেন। পুলিশের নির্দেশনা উপেক্ষা করে রবিবার (২৬ সেপ্টেম্বর) নজরুলের নেতৃত্বে ৪০-৫০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে ধান রোপন করেছে। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের পশ্চিম গাবতলী গ্রামে। এ ঘটনায়  এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জানাগেছে, ১৯৭০ ও ৭১ সালে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ছোটবগী মৌজার ৮ একর ২৪ শতাংশ জমি মোঃ আফাজ উদ্দিন চাপরাশী, মোক্তার আলী ফরাজী ও আব্দুল গনি হাওলাদার নিলাম সুত্রে ক্রয় করেন। গত ৫০ বছর ধরে তারা ওই জমি ভোগদখল করে আসছে। এ বছর ওই জমি ভুমি দস্যু নজরুল বিশ^াস, শাহজাহান ও খালেক শরীফের নেতৃত্বে ৪০-৫০ জন লোক  দেশীয় অস্ত্র নিয়ে জোরপুর্বক দখল করতে চাষাবাদ করে এমন অভিযোগ জমির মালিক আইউব আলী ফরাজীর।  খবর পেয়ে পুলিশ ভুমি দস্যুদের ওই জমি চাষাবাদ বন্ধ করে দেয়। কিন্তু পুলিশের নির্দেশনা উপেক্ষা করে ভুমি দস্যূরা রবিবার আবারো দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে ধানের চারা রোপন করে। সন্ত্রাসীদের ভয়ে জমির মালিকরা তাদের ধানের চারা রোপনে বাঁধা দিতে সাহস পায়নি।  ভুমি দস্যুদের কর্মকান্ডে এলাকার মানুষ আতঙ্কিত বলে জানা স্থানীয়রা। অভিযোগ রয়েছে নজরুল বিশ^াসের নেতৃত্বে একটি ভুসি দস্যু বাহিনী এলাকায় জোরপুর্বক জমি দখল করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, নজরুল বিশ^াস, শাহজাহান ও খালেক শরীফের নেতৃত্বে ৪০-৫০ জন ভাড়াটে সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে জোরপুর্বক জমিতে ধান চারা রোপন করেছে। তাদের ভয়ে কেউ ওই জমিতে ধান রোপনে বাধা দিতে সাহস পায়নি।
জমির মালিক মৃত্যু মোক্তার হোসেন ফরাজীর ছেলে আইউব আলী ফরাজী বলেন, ভুমি দস্যু নজরুল বিশ^াস, শাহজাহান ও খালেক শরীফের নেতৃত্বে ৪০-৫০ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে তারা জোরপুর্বক আমার চাষাবাদের জমিতে ধান রোপন করেছে। পুলিশের নিষেধও তারা মানছেন না। তারা আমাকে ও জমির ওয়ারিশগনকে জীবন নাশের হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমরা জীবন নিয়ে সঙ্কিত। তিনি আরো বলেন, ভুমি দস্যুরা ওই জমির কোন ওয়ারিশ না কিন্তু তারা জোরপুর্বক জমি দখল করতে ধানের চারা রোপন করেছে। ভুমি দস্যু মোঃ নজরুল বিশ^াস সকল অভিযোগ অস্বীকার করে বলেন, যাদের জমি তারা ধানের চারা রোপন করেছে।
তালতলী থানার ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে জমিতে ধানের চারা রোপন বন্ধ করে দেয়া হয়েছে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৮:৪২ ● ২৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ