প্রথম পাতা » বরগুনা »
রবিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২১


আমতলীতে লতিফ মোল্লা ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

 

লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে আমতলী উপজেলার ক্যান্সার রোগী ও সাত হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার রাতে এ সহায়তা প্রদান করা হয়। নাগেছে, উপজেলার লতিফ মোল্লা ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগী ও হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে আসছে।

শনিবার আমতলী উপজেলার পাতাকাটা গ্রামের ক্যান্সার রোগী শিরিনা বেগম ও প্যারালাইষ্ট রোগী স্বামী আলম হাওলাদারসহ সাত হতদরিদ্র পরিবারের মাঝে ১২ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। সংস্থার সভাপতি মোঃ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ রিপন মুন্সি এ সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহাগ তালুকদার, ইউপি সদস্য মোঃ আবুল হোসেন মল্লিক ও জয়নুল আবেদীন, রিয়াজ খাঁন, সোহেল ফকির ও আবুল কালাম আজাদ প্রমুখ।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৩:১৬ ● ২২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ