ডিসেম্বরের মধ্যে দেশে অর্ধেকের বেশী মানুষকে করোনা ভাইরাসের টিকা দেয়া সম্ভব হবে—-স্বাস্থ্য সচিব

প্রথম পাতা » পটুয়াখালী » ডিসেম্বরের মধ্যে দেশে অর্ধেকের বেশী মানুষকে করোনা ভাইরাসের টিকা দেয়া সম্ভব হবে—-স্বাস্থ্য সচিব
রবিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২১


ডিসেম্বরের মধ্যে দেশে অর্ধেকের বেশী মানুষকে করোনা ভাইরাসের টিকা দেয়া সম্ভব হবে—-স্বাস্থ্য সচিব

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

স্বাস্থ্য সচিব মো. লোকমান হোসেন মিয়া বলেছেন, ডিসেম্বরের মধ্যে দেশে অর্ধেকের বেশী মানুষকে করোনা ভাইরাসের টিকা দেয়া সম্ভব হবে। টিকা নিয়ে এখন কোন সমস্যা নেই।  প্রতি মাসে দুই থেকে আড়াই কোটি ডোজ টিকা আমারা পাচ্ছি। ২৮ সেপ্টম্বর আরো বড় পরিসরে টিকা দেয়া হবে। সচিব আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের এসে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্তাবধায়ক ডা: মো.আবদুল মতিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা.আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান
প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহম্মেদ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.বাসুদেব কুমার দাস ও সিভিল সার্জন ডা.মো.জাহাঙ্গীর আলম শিপনসহ মেডিকেল কলেজ অধ্যক্ষ ও হাসপাতালের তত্ত্বাবধায়ক উপস্থিত ছিলেন।
মানবিক ডাক্তার তৈরীর জন্য মেডিকেল কলেজের শিক্ষকদের আহবান জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারের সংখ্যা খুবই কম। অতি দ্রুত পর্যাপ্ত ডাক্তার ও নার্স নিয়োগ দেয়া হবে।

পরে সচিব ও মহাপরিচালক নির্মানাধীন পটুয়াখালী মেডিকেল কলেজের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।


জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:০০:১৬ ● ২৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ