দশমিনায় প্রাণী সম্পদ অধিদপ্তরে ভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলন হয়নি

প্রথম পাতা » লিড নিউজ » দশমিনায় প্রাণী সম্পদ অধিদপ্তরে ভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলন হয়নি
বৃহস্পতিবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৯


দশমিনায় প্রাণী সম্পদ অধিদপ্তর
সাগরকন্যা দশমিনা প্রতিনিধি ॥
পটুয়াখালীর দশমিনা উপজেলার প্রাণী সম্পাদ অধিদপ্তরে মহান ভাষা দিবস পালনে শহীদের স্মরনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এমনকি দিবসটি পালনে নির্বাহী কর্মকর্তা ওই দপ্তরের কাউকে পায়নি বলে অভিযোগ।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  আবু সালে আল-সালাউদ্দিন সকালে ৭দিনের প্রশিক্ষণে জন্য দশমিনা ত্যাগ করেন। ওই অফিসের ড্রেসার মোঃ কামরুল হাসান তাকে মটরসাইকেলে বরিশাল নিয়ে যায়। অপর এম.এল.এস.এস (কর্মচারী)মোঃ কবির মাসিক প্রতিবেদনের কাগজপত্র নিয়ে পটুয়াখালী গেছেন বলে মাঠ সহকারী মোঃ মালেক জানিয়েছেন। তিনি আরও বলেন, স্যার যদি আমাকে বলে যেত জাতীয় পতাকা উত্তোলনের কথা তাহলে আমি পতাকা উত্তোলন করতাম।

উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু সালে আল-সালাউদ্দিন বলেন, আমি ৭দিনের প্রশিক্ষণের জন্য সকালে দশমিনা ছেড়ে এসেছি। পতাকা উত্তোলন করার বিষয়টি কাউকে বলে আসতে আমার স্মরণে ছিল না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস এ প্রতিনিধিকে বলেন, প্রাণী সম্পদ অধিদপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি বলে আমি শুনেছি এবং ভাষা দিবস পালনে সহযোগিতায় ডেকেও ওই কর্মকর্তাকে আমি পাইনি।

এসবি/কেএস

বাংলাদেশ সময়: ১৫:১৮:১৪ ● ৫১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ