চরফ্যাশনে বাউবি’র ডিগ্রী পরীক্ষায় নকলের মহোৎসব!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে বাউবি’র ডিগ্রী পরীক্ষায় নকলের মহোৎসব!
শুক্রবার ● ২৪ সেপ্টেম্বর ২০২১


প্রতীকী চিত্র

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশনে বাউবি’র ডিগ্রী পরীক্ষায় নকলের মহোৎসব চলছে। ইউএনও’র প্রতিনিধি পরীক্ষা চলাকালিন ৫টি পরীক্ষা কক্ষ থেকে ২৫টি কাটা-ছেড়া বই উদ্ধার করেছেন। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হোসেন পরীক্ষার কেন্দ্র লেকচার দেয়া পরীক্ষার্থী লেখার বিঘœ সৃষ্টি হওয়ার অভিযোগ উঠেছে।
সূত্রে জানা গেছে, উম্মুক্ত বিশ^বিদ্যালয় চরফ্যাশন কোর্স কেন্দ্র রয়েছে ফাতেমা মতিন মহিলা কলেজ। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে বাংলা ভাষা-১ ও বিকালে ইসলামী ষ্টাডিজ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত বাংলাভাষা ও বিকালে ইসলামী স্ট্যাডিজ পরীক্ষায় নকল চলছে হরদমে। ইউএনওর প্রতিনিধি পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) এস এম সুমন সকালের পরীক্ষার ৫টি কক্ষ থেকে ২৫টি ছিড়া ও নতুন বই নিয়ে অধ্যক্ষের কক্ষে রেখেছেন বলে এই প্রতিবেদককে জানিয়েছেন। পরীক্ষার্থীর অভিযোগ বাউবি‘র ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ফাতেমা মতিন মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন পরীক্ষার কেন্দ্রের কক্ষে গিয়ে বক্তব্য দেয়া শিক্ষার্থীদের সময় নষ্ট করে লেখার বিঘœ সৃষ্টি করেছেন। ৫নং কক্ষের মো. হারুন অর রশিদ এমন অভিযোগ করেছেন। কেন্দ্রে মোট ১৯৮জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন, ৭৫জন। বিকালে ১১১ জন পরীক্ষার্থী ছিল। কেন্দ্রে বর্হিরাগতের আনাগোনায় বেশ বিশৃংখলা দেখা গেছে।
বাউবি‘র সহকারী পরিচালক মো. ইউনুচ বলেন, পরীক্ষা চলাকালিন সময় কোন সংবাদকর্মী কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। কেন্দ্রে নকল চললে কি করবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা কেন্দ্র কর্তৃপক্ষের ব্যপার।
পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ফাতেমা মতিন মহিলা কলেজের অধ্যক্ষ মো. হোসেন বলেন, পরীক্ষার্থীরা আইডি ও কোর্সের বিষয় জানে না। এই জন্যে সচ্ছতা আনার চেষ্টা করছি। তবে কেন্দ্রে ছেড়া-পাতা রয়েছে তা স্বাীকার করেছেন।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৪:৩৩ ● ৪০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ